/anm-bengali/media/media_files/85ZYosch4tzRGSFPR2Nx.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভোটমুখী রাজ্য তেলেঙ্গানায় গিয়ে এবার বড় দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal)। আজ বৃহস্পতিবার তেলেঙ্গানায় গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, "আমরা বিশ্বাস করি যে আগামী ২৫ বছরের মধ্যে যখন আমরা অমৃত কালের স্বাধীনতার ১০০ বছর পূর্ণ করব, তখন ভারত একটি উন্নত দেশে পরিণত হবে। আমাদের অর্থনীতি ৩.৫ ট্রিলিয়ন ডলার থেকে ৩৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত হবে এবং তেলেঙ্গানার জনগণ এই উন্নয়ন যাত্রায় যোগ দিতে চায়। তেলেঙ্গানাতেও মানুষের আয়, মানুষ সৎ সরকারের কাছ থেকে নতুন সুযোগ পেতে পারে এবং এটা স্পষ্ট যে এই কাজটি প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিজেপি সরকার করছে।“
#WATCH | Telangana: Union Minister Piyush Goyal says, "We believe that in the next 25 years, when we complete 100 years of independence in Amrit Kaal, India will be a developed country. Our economy will grow from $3.5 trillion to $35 trillion and the people of Telangana want to… pic.twitter.com/0JxmpkAZSi
— ANI (@ANI) November 23, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us