২৭ নভেম্বর রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, শিলমোহর বিজেপির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো-এ জনজোয়ার নামতে পারে বলে আশঙ্কা করছে বিজেপি দল।

author-image
SWETA MITRA
New Update
modi roadshow.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বড় ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি। আর এই ঘোষণা করেছেন তেলেঙ্গানার রাজ্যবিজেপিসভাপতিজিকিষাণরেড্ডি (G Kishan Reddy)।তিনি জানিয়েছেন, আগামী২৭নভেম্বরহায়দ্রাবাদেরোডশোতেঅংশনেবেনপ্রধানমন্ত্রীনরেন্দ্রমোদী।আগামী২৪২৬নভেম্বররাজ্যেআসছেনঅমিতশাহ।জেপিনাড্ডা, উত্তরপ্রদেশেরমুখ্যমন্ত্রীযোগীআদিত্যনাথএবংরাজনাথসিংওতেলেঙ্গানায়আসছেন। রাজ্য সভাপতি জানান, ‘কর্ণাটকের পর তেলেঙ্গানাতেও সরকার গড়ার স্বপ্ন দেখছে কংগ্রেস। তেলেঙ্গানার জনগণ কংগ্রেসকে আশীর্বাদ করবে না। তেলেঙ্গানায় ডাবল ইঞ্জিন সরকার আসা উচিত যাতে রাজ্যের মানুষ সমস্ত সুবিধা পায়’।