/anm-bengali/media/media_files/yOF5I3wOyNgMRBmAmJuw.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বড় ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি। আর এই ঘোষণা করেছেন তেলেঙ্গানার রাজ্যবিজেপিসভাপতিজিকিষাণরেড্ডি (G Kishan Reddy)।তিনি জানিয়েছেন, আগামী২৭নভেম্বরহায়দ্রাবাদেরোডশোতেঅংশনেবেনপ্রধানমন্ত্রীনরেন্দ্রমোদী।আগামী২৪ও২৬নভেম্বররাজ্যেআসছেনঅমিতশাহ।জেপিনাড্ডা, উত্তরপ্রদেশেরমুখ্যমন্ত্রীযোগীআদিত্যনাথএবংরাজনাথসিংওতেলেঙ্গানায়আসছেন। রাজ্য সভাপতি জানান, ‘কর্ণাটকের পর তেলেঙ্গানাতেও সরকার গড়ার স্বপ্ন দেখছে কংগ্রেস। তেলেঙ্গানার জনগণ কংগ্রেসকে আশীর্বাদ করবে না। তেলেঙ্গানায় ডাবল ইঞ্জিন সরকার আসা উচিত যাতে রাজ্যের মানুষ সমস্ত সুবিধা পায়’।
PM Modi will participate in a roadshow in Hyderabad on 27th November. Amit Shah will be in the state on the 24th & 26th of November. JP Nadda, UP CM Yogi Adityanath and Rajnath Singh will also be coming to Telangana: State BJP president G Kishan Reddy pic.twitter.com/IiLab6I4MS
— ANI (@ANI) November 22, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us