এবার ভোটে ট্রান্সজেন্ডার প্রার্থী! সৌজন্যে মায়াবতী

বড় চমক দিলেন বিএসপি নেত্রী মায়াবতী।

author-image
SWETA MITRA
20 Nov 2023
New Update
bsp.jpg

নিজস্ব সংবাদদাতাঃ একদম দোরগোড়ায় কড়া নাড়ছে ভোট। জোরকদমে চলছে প্রচার। এদিকে আজ তেলেঙ্গানার ওয়ারাঙ্গল পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে বিএসপি প্রার্থী পুষ্পিথালিয়া, যিনি ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের অন্তর্গত, নির্বাচনী প্রচার চালাচ্ছেন। পুষ্পিথালিয়া বলেন, 'ধন্যবাদ মায়াবতী, বিএসপি আমাকে নির্বাচনের টিকিট দেওয়ার জন্য। আমাদের কমিউনিটি খুশি, আমি খুব খুশি। ট্রান্সজেন্ডার সম্প্রদায়ও বিএসপির সাথে কাজ করছে। কোনও দলই আমাদের টিকিট দেয়নি, কিন্তু মায়াবতী পশ্চিমবঙ্গের ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের কাজলকে টিকিট দিয়েছেন।‘