শিকে ছিঁড়ল অনেকের, প্রার্থী তালিকায় বড় চমক বিজেপির

বড় চমক দিল বিজেপি।

author-image
SWETA MITRA
New Update
bjp telann.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের নয়া চমক দিল বিজেপি (BJP)। আসন্ন তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের জন্য ৩৫ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি । লাল বাহাদুর নগর থেকে সামা রাঙ্গা রেড্ডি, মেদাক থেকে পাঞ্জা বিজয় কুমার, মুশিরাবাদ থেকে পুসা রেড্ডি, সনাথনগর থেকে মারি শশীধর রেড্ডি এবং হুজুরনগর থেকে চালা শ্রীলতা রেড্ডিকে প্রার্থী করেছে বিজেপি।

সিইসি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সম্ভাব্যদের তালিকা চূড়ান্ত করতে ও অমিত শাহ এবং জেপি নাড্ডা রাজ্যের দলীয় নেতাদের সাথে বিস্তৃত বৈঠক করেছেন। বিআরএস-শাসিত তেলেঙ্গানায় ক্ষমতায় ফেরার জন্য জোরালো প্রচেষ্টা চালাচ্ছে বিজেপি।