'যুবক, কৃষকরা হতাশ', জানিয়ে দিলেন অমিত শাহ

ফের একবার রাজ্য সরকারের তুলোধনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

author-image
SWETA MITRA
New Update
AMIT TELE.jpg

নিজস্ব সংবাদদাতাঃ একদিকে যখন তেলেঙ্গানায় বিধানসভা ভোট শুরু হয়েছে তখন এবার বড় মন্তব্য করে সকলকে চমকে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, ‘এই নির্বাচন তেলেঙ্গানা এবং এর জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ সংগ্রামের পর তেলেঙ্গানা গঠিত হয়েছিল, কিন্তু আজ ১০ বছর পর যখন আমরা পিছনে ফিরে তাকাই, তখন আমরা দেখতে পাই যে, যে রাজ্যের রাজস্ব একসময় উদ্বৃত্ত ছিল, সেই রাজ্য আজ কোটি কোটি টাকার ঋণে জর্জরিত। আজ তরুণ, কৃষক, দলিত এবং অনগ্রসর শ্রেণি হতাশ এবং প্রত্যেকেই তাদের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন। আমি আত্মবিশ্বাসী যে ভোটাররা রাজ্যের উন্নতির জন্য বিজেপিকে নির্বাচিত করবেন। কেসিআরের তুষ্টকরণের রাজনীতির বিরুদ্ধেও জনগণের মধ্যে ক্ষোভ রয়েছে। আমাদের সংবিধান কাউকে বিশেষ সুবিধা দেয় না। তুষ্টির রাজনীতির কারণে কেসিআর তেলেঙ্গানা-হায়দ্রাবাদের স্বাধীনতা দিবস উদযাপন করেননি। এটি দেশের একমাত্র রাজ্য যেখানে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ রয়েছে। এটা অসাংবিধানিক। আমাদের সরকার গঠিত হলে আমরা মুসলিমদের দেওয়া ৪ শতাংশ সংরক্ষণের অবসান ঘটাব এবং এসসি, এসটি এবং ওবিসিদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করে ন্যায়বিচার করব। '