‘ডিপফেক’ সমস্যা শুধু ছবি আর ভিডিয়োতে আটকে নেই। অডিয়োতেও রয়েছে ‘ডিপফেক’। যা নিয়ে উদ্বেগের মাত্রা ক্রমশ বাড়ছে। রাশ টানার আগেই নাগালের বাইরে বেরিয়ে যাচ্ছে ‘ডিপফেক’।

বর্তমানে আমেরিকার কিছু তথ্য বিশ্লেষক সংস্থা দাবি করেছে, ‘ডিপফেক’ অডিয়ো প্রযুক্তি কাজে লাগাচ্ছে চিনও। বেজিংয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা নাকি ভারতের পঞ্জাব, কাশ্মীরের মতো সীমান্ত লাগোয়া এলাকা থেকে গলার স্বরের নমুনা সংগ্রহ করছে। এতে ভবিষ্যতে বিপদ হতে পারে।

‘ডিপফেক’-এর মতো ভুয়ো কারসাজি ঠেকাতে সমাজমাধ্যমের প্ল্যাটফর্মগুলি ইতিমধ্যে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। তথ্যপ্রযুক্তির নতুন নিয়মও প্রয়োগ করা হচ্ছে। আগামী দিনে তার মাধ্যমে প্রযুক্তির অপব্যবহারের সঙ্গে লড়াই করা যাবে বলে আশাবাদী বিশেষজ্ঞেরা।