অটো ব্যাকআপ-
hatsapp বা এই ধরনের বেশ কিছু অ্য়াপ রয়েছে যেগুলি ড্রাইভে ডেটা স্টোর করে। ফলে অটো ব্যাকআপ চালু রাখলে মোবাইল ডেটা দ্রুত খরচ হওয়ার সম্ভাবনা থাকে।
hatsapp বা এই ধরনের বেশ কিছু অ্য়াপ রয়েছে যেগুলি ড্রাইভে ডেটা স্টোর করে। ফলে অটো ব্যাকআপ চালু রাখলে মোবাইল ডেটা দ্রুত খরচ হওয়ার সম্ভাবনা থাকে।
আরও জানুন
প্রতিটি স্মার্টফোনেই নির্দিষ্ট সময় অন্তর আপডেট করতে হয়। এর ফলে নোটিফিকেশনও আসে। যেহেতু সেক্ষেত্রে বড় ফাইল আপডেট হয় সেকারণে WiFi ব্যবহার করা উচিত। না হলে নির্দিষ্ট সময়ের আগেই শেষ হবে মোবাইল ডেটা।
আরও জানুন
বর্তমানে ফেসবুক, ইউটিউবের মতো অ্য়াপগুলি অটো প্লে মোড চালু করেছে। সেক্ষেত্রে কোনও ভিডিও নিজে থেকেই চালু হয়ে যায়। ফলে বেশি ডেটা খরচ হয়। সেকারণে অটো প্লে মোড অফ করে রাখা দরকার।
আরও জানুন
যত হাই রেজলিউশনের ভিডিও দেখা হবে তত বেশি মোবাইলের ডেটা খরচ হবে। ফলে মোবাইল ডেটা খরচ করে ভিডিও দেখতে হলে খুব বেশি রেজলিউশনে না দেখাই উচিত। না হলে মোবাইলের ডেটা খুব অল্প সময়েই শেষ হওয়ার সম্ভাবনা থাকে।
আরও জানুন