sudan

ভবভচ
আইএএফ-এর সি-১৩০জে বিমানে করে আটকে পড়া ১২১ জন ভারতীয়ের দ্বিতীয় ব্যাচও বন্দর সুদান থেকে জেদ্দার উদ্দেশে রওনা হয়েছে। বিদেশ মন্ত্রক নিশ্চিত করেছে যে ১২১ জন ভারতীয়কে নিয়ে আরেকটি জাহাজ জেদ্দার উদ্দেশ্যে বন্দর সুদান ত্যাগ করেছে।