Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/2025/11/03/indian-woman-cricket-team-aaaa-2025-11-03-00-31-18.png)
নিজস্ব সংবাদদাতা : কিছুদিন আগেই ফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে বিশ্বজয় করেছিল ভারতের মহিলা ক্রিকেট টিম। আর দেশের জন্য এই ঐতিহাসিক গৌরব বয়ে নিয়ে আসার পর,আজ বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট টিমের সদস্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন ৭ লোক কল্যাণ মার্গে (৭ LKM) পৌঁছালেন,নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করার জন্য। আজ স্বয়ং প্রধানমন্ত্রী বিশ্বচ্যাম্পিয়নদের এই অসাধারণ সাফল্যের জন্য সংবর্ধনা জানান।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/18/20250704110f-e392d6ec-cb77-401b-9481-d1f194dfacf0-2025-07-18-16-53-23.jpg)
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সদ্য সমাপ্ত ৫০-ওভারের মহিলা ক্রিকেট বিশ্বকাপে, ভারত প্রথমবারের মতো বিশ্বজয়ীর খেতাব অর্জন করে। হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বে টিম ইন্ডিয়া ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে পরাজিত করে এক অনন্য ইতিহাস তৈরি করে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us