নিউইয়র্ক মাঠে এসব কি হল বিরাট কোহলির সাথে, দেখুন ভিডিও

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ভিডিও।

author-image
Adrita
New Update
s

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ক্রিকেটের ময়দানের বাদশাহ বিরাট কোহলি। বর্তমানে তিনি নিউইয়র্কের মাঠে ছক্কা হাঁকাচ্ছেন। সূত্র মারফত জানা গিয়েছে যে, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৫তম ম্যাচে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়ে জিতেছে ভারত। তবে ম্যাচের মধ্যেই এক কাণ্ড করে বসলেন বিরাট কোহলি। 

Anushka Loves Kohli: নিউইয়র্ক মাঠে 'দিওয়ালি হো ইয়া হোলি, অনুষ্কা লাভ কোহলি' স্লোগান; দেখুন ভাইরাল ভিডিও

জানা গিয়েছে যে, ম্যাচ চলাকালীন স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ভক্তরা বিরাট কোহলি এবং তার স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে মজার মজার স্লোগান দিতে শুরু করে। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। উচ্ছ্বসিত জনতা মজার স্লোগান দিতে শুরু করেন। তারা বলেন, '' ১০ টাকার পেপসি, কোহলি ভাই সেক্সি। '' আবার কখনও বলা হয়, '' দিওয়ালি হো ইয়া হোলি, অনুষ্কা লাভ কোহলি। '' 

এই ভিডিও ভাইরাল হতেই চরম হাসাহাসি পড়ে গিয়েছে নেট মাধ্যমে। 

Add 1