একদিকে বিরাট বন্দনা তো একদিকে প্রবলভাবে কোহলিকে নিয়ে সমালোচনা

ব্যক্তিগত মাইলস্টোন আগে না টিম আগে? যে কোনও ক্রিকেটার সব সময় দলকেই এগিয়ে রাখেন। দলের জন্য অবশ্য সকলে ‘টিমম্যান’ হয়ে উঠতে পারেন না। বিরাট কোহলি সেমিফাইনালে সচিন তেন্ডুলকরের ওডিআই সবচেয়ে বেশি শতরানের রেকর্ড ভেঙেছেন। তার পর থেকে একদিকে বিরাট বন্দনা তো একদিকে প্রবলভাবে কোহলিকে নিয়ে সমালোচনা চলছে।

স্লো ব্যাটিং করেছিলেন

অনেকেই বলাবলি করছেন, কোহলি মাইলফলকের কাছে পৌঁছে যাওয়ায় স্লো ব্যাটিং করেছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮০ থেকে ১০০ রানে পৌঁছনোর জন্য বিরাট নিয়েছিলেন ২১টি বল। যে সময় ছিল বাউন্ডারির প্রয়োজন, যাতে স্কোরবোর্ডে বেশি রান ওঠে। ঠিক সেই সময় কোহলি তাঁর আইডলকে ছাপিয়ে যাওয়ার জন্য এক-দু’রান নেওয়ার পথে হাঁটতে দু’বার ভাবেননি।