নিজস্ব সংবাদদাতা: বিরাট কোহলি অবসর নিচ্ছেন না—এমনটাই সাফ জানিয়ে দিলেন আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর। টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন কোহলি। তাই অনেকে ভাবছিলেন, ১৮ বছরের অপেক্ষার পর আইপিএল ট্রফি জিতে হয়তো এবার এই মঞ্চকেও বিদায় জানাবেন বিরাট। কিন্তু তা হচ্ছে না।
তিনি জানিয়ে দিয়েছেন, ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে নয়, পুরো ম্যাচ খেলার জন্যই থাকবেন তিনি আইপিএলে। যতদিন খেলবেন, নিজেকে উজাড় করে খেলবেন। ফিল্ডিং-থেকে রানআউট, থ্রো-সব কিছুতেই থাকবেন আগের মতোই সক্রিয়। শুধুমাত্র ব্যাটিং করে চলে যাওয়ার চিন্তা তাঁর নেই।
আইপিএল জয়ের পর অস্ট্রেলিয়ান প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেনের সঙ্গে কথোপকথনে বিরাট বলেন, "অনেক বছর আর বাকি নেই আমার হাতে। একদিন কেরিয়ার শেষ হবেই। সেই দিন যখন ঘরে বসে থাকব, তখন যেন বলতে পারি—আমি নিজের সবটুকু দিয়েছিলাম।"
তিনি আরও বলেন, “আমি ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে পারি না। আমি ২০ ওভারই ফিল্ডিং করতে চাই। মাঠে আমার দাগ রেখে যেতে চাই। ঈশ্বরের আশীর্বাদে আমি এই মনোভাব পেয়েছি। আর সেই জন্য কৃতজ্ঞ। যতদিন পারি, মাথা নিচু করে খেটে যেতে চাই।”
/anm-bengali/media/media_files/5k7E6ikBKYU1Av2wZtUM.jpg)
বিরাটের এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। কারণ, এই আইপিএলেই মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে বার বার 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসেবে ব্যবহার করেছে। ব্যাটিংয়ের পর তাঁকে বসিয়ে দেওয়া হয়েছে, কিংবা ফিল্ডিং না করিয়ে কেবল ব্যাটিংয়ে নামানো হয়েছে।
মুম্বইয়ের কোচ মাহেলা জয়বর্ধনে বলেছিলেন, রোহিতের পুরনো চোট মাথায় রেখেই এমন সিদ্ধান্ত। তবে বিরাট যেভাবে সাফ জানালেন যে তিনি এমনভাবে খেলতে চান না, তাতে অনেকেই বলছেন—এ কি রোহিতকে পরোক্ষে খোঁচা? যদিও ক্রিকেট মহলের একাংশ মনে করছে, বিরাট এ কথা বলছেন একেবারেই নিজের জায়গা থেকে। কারণ, তাঁর আর রোহিতের সম্পর্ক বরাবরই শ্রদ্ধাপূর্ণ।
আইপিএল জেতার পরেই রোহিত শর্মাকে তীব্র কটাক্ষ! একী বললেন বিরাট কোহলি
আইপিএল জেতার পরেই রোহিতকে লক্ষ্য করে বাক্যবাণ বিরাটের।
নিজস্ব সংবাদদাতা: বিরাট কোহলি অবসর নিচ্ছেন না—এমনটাই সাফ জানিয়ে দিলেন আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর। টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন কোহলি। তাই অনেকে ভাবছিলেন, ১৮ বছরের অপেক্ষার পর আইপিএল ট্রফি জিতে হয়তো এবার এই মঞ্চকেও বিদায় জানাবেন বিরাট। কিন্তু তা হচ্ছে না।
তিনি জানিয়ে দিয়েছেন, ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে নয়, পুরো ম্যাচ খেলার জন্যই থাকবেন তিনি আইপিএলে। যতদিন খেলবেন, নিজেকে উজাড় করে খেলবেন। ফিল্ডিং-থেকে রানআউট, থ্রো-সব কিছুতেই থাকবেন আগের মতোই সক্রিয়। শুধুমাত্র ব্যাটিং করে চলে যাওয়ার চিন্তা তাঁর নেই।
আইপিএল জয়ের পর অস্ট্রেলিয়ান প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেনের সঙ্গে কথোপকথনে বিরাট বলেন, "অনেক বছর আর বাকি নেই আমার হাতে। একদিন কেরিয়ার শেষ হবেই। সেই দিন যখন ঘরে বসে থাকব, তখন যেন বলতে পারি—আমি নিজের সবটুকু দিয়েছিলাম।"
তিনি আরও বলেন, “আমি ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে পারি না। আমি ২০ ওভারই ফিল্ডিং করতে চাই। মাঠে আমার দাগ রেখে যেতে চাই। ঈশ্বরের আশীর্বাদে আমি এই মনোভাব পেয়েছি। আর সেই জন্য কৃতজ্ঞ। যতদিন পারি, মাথা নিচু করে খেটে যেতে চাই।”
বিরাটের এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। কারণ, এই আইপিএলেই মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে বার বার 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসেবে ব্যবহার করেছে। ব্যাটিংয়ের পর তাঁকে বসিয়ে দেওয়া হয়েছে, কিংবা ফিল্ডিং না করিয়ে কেবল ব্যাটিংয়ে নামানো হয়েছে।
মুম্বইয়ের কোচ মাহেলা জয়বর্ধনে বলেছিলেন, রোহিতের পুরনো চোট মাথায় রেখেই এমন সিদ্ধান্ত। তবে বিরাট যেভাবে সাফ জানালেন যে তিনি এমনভাবে খেলতে চান না, তাতে অনেকেই বলছেন—এ কি রোহিতকে পরোক্ষে খোঁচা? যদিও ক্রিকেট মহলের একাংশ মনে করছে, বিরাট এ কথা বলছেন একেবারেই নিজের জায়গা থেকে। কারণ, তাঁর আর রোহিতের সম্পর্ক বরাবরই শ্রদ্ধাপূর্ণ।