টিম ইন্ডিয়ার জয়! বিশেষ প্রার্থনা করলেন রূপান্তরকামীরা

২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালে ভারতের চোখ থাকবে ১২ বছর পর আইসিসি ট্রফির খরা কাটানোর দিকে। ভারত ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আকারে সর্বশেষ আইসিসি ট্রফি জিতেছিল, এবং সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ১২ বছর আগে ২০১১ সালে।

author-image
SWETA MITRA
New Update
team india.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ভারতবনামঅস্ট্রেলিয়ারমধ্যেবিশ্বকাপ২০২৩-এর (World Cup) ফাইনালম্যাচটিহবে১৯নভেম্বর, রবিবারআহমেদাবাদেরনরেন্দ্রমোদীস্টেডিয়ামে।আর এই ম্যাচকে ঘিরে ভারতীয়দের মধ্যে একটি বিশেষ উন্মাদনা কাজ করছে। বিশ্বকাপের ট্রফি কার কাছে যাবে ভারত না অস্ট্রেলিয়ার? তা হয়তো সময়ই বলবে। এদিকে ভারতীয় টিমের মঙ্গল কামনায় করা হল বিশেষ পুজো। আজ শনিবার উত্তর প্রদেশের প্রয়াগরাজের ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের সদস্যরা বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়ার (Team India) জয়ের জন্য বিশেষ প্রার্থনা করলেন।