New Update
/anm-bengali/media/media_files/2025/06/03/Lj57f17g95GfbZb8kher.jpg)
নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ হারের প্রতীক্ষা শেষে ইতিহাস রচনার দিন আজ। অবশেষে আইপিএল ২০২৫-এর ট্রফি উঠল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হাতে। পাঞ্জাবকে হারিয়ে রুদ্ধশ্বাস ফাইনালে আরসিবি ছিনিয়ে নিল কাঙ্ক্ষিত জয়, পূরণ করল কোটি সমর্থকের স্বপ্ন। যেখানে বারবার থেমে গিয়েছিল আশা, সেখানেই এবার লেখা হলো নতুন অধ্যায়।
/anm-bengali/media/media_files/2025/06/03/ee3T5Tzz2EGVHPma9Duq.jpg)
দলগত প্রচেষ্টা, দুর্দান্ত ব্যাটিং-বোলিং এবং অবিচল মানসিকতায় এবার আরসিবি দেখিয়ে দিল — “এই মুহূর্ত আমাদের!” এটা শুধু একটা জয় নয়, এটা প্রমাণ — বারবার হেরে গেলেও শেষ পর্যন্ত জেতা যায়। প্ৰথমে ব্যাট ধরে আরসিবি করে ১৯০ রান। পরে ব্যাট ধরে ১৮৪ রান করে পাঞ্জাব।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us