ফের হারবে পাকিস্তান, ম্যাচের আগেই হয়ে গেল ভবিষ্যৎবাণী?

আজ আহমেদাবাদে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ রয়েছে।

author-image
SWETA MITRA
New Update
ind pak.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ ফের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান (INDvsPAK)। তবে খেলার মাঠে। ফলে নতুন করে দেশের মানুষ আজকের এই খেলাকে ঘিরে উত্তেজনার বশে টগবগ করে ফুটছেন। ভিড় বাড়ছে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এদিকে আজ আহমেদাবাদে ম্যাচের আগে টিম ইন্ডিয়ার সমর্থক সুধীর কুমার চৌধুরী বলেছেন, 'বিশ্বকাপে পাকিস্তান সাতবার ভারতের কাছে হেরেছে। তারা বিশ্বকাপে ভারতের বিপক্ষে কখনও জিততে পারেনি এবং এটি অব্যাহত থাকবে। যে ম্যাচটিকে 'হাই-ভোল্টেজ' বলা হচ্ছে, তাতে সহজেই জিতবে ভারত।‘ দেখুন ভিডিও...