BREAKING: নজরে ২০২৭-এর ODI বিশ্বকাপ ! অধিনায়কত্ব হারালেন রোহিত শর্মা,ভারতের নতুন অধিনায়ক শুভমন গিল

হঠাৎ কেন নেওয়া হল এই সিদ্ধান্ত ?

author-image
Debjit Biswas
New Update
ubhaman gill and rohit sharma

নিজস্ব সংবাদদাতা : ভারতীয় ক্রিকেটে ঘটে গেল এক বড়সড় পালাবদল। ২০২৭ সালের বিশ্বকাপকে নজরে রেখে আজ ভারতের নির্বাচকরা অভিজ্ঞ রোহিত শর্মাকে একদিনের আন্তর্জাতিক (ODI) দলের নেতৃত্ব থেকে সরিয়ে দিলেন এবং অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিলেন তরুণ তারকা শুভমন গিল-এর হাতে।

নির্বাচক কমিটির এই সিদ্ধান্ত মূলত ভবিষ্যতের কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে। এই বিষয়ে প্রধান নির্বাচক অজিত আগারকার জানিয়েছেন যে,''২০২৭ সালের ওডিআই (ODI) বিশ্বকাপকে সামনে রেখে শুভমন গিলকে পর্যাপ্ত সময় দেওয়া দরকার। যাতে তিনি নতুন অধিনায়ক হিসেবে দলকে প্রস্তুত করতে পারেন। তিনটি আলাদা আলাদা ফরম্যাটে তিনজন ভিন্ন ভিন্ন অধিনায়ক রাখা প্রায় অসম্ভব এবং নানান পরিকল্পনা করার ক্ষেত্রে তা এক বাধার সৃষ্টি করে। গিল ইতিমধ্যেই ভারতের টেস্ট দলের অধিনায়ক এবং এখন তিনি ওডিআই (ODI) দলেও নেতৃত্ব দেবেন।''

ROHIT SHARMA

এছাড়াও তিনি জানান,''২০২৭ বিশ্বকাপের সময় রোহিতের বয়স প্রায় ৪০ বছর হয়ে যাবে। পাশাপাশি, বর্তমানে ওডিআই (ODI) ম্যাচ সবচেয়ে কম খেলা হয়। তাই ভবিষ্যতের কথা ভেবে এখন থেকেই নতুন নেতৃত্বকে সুযোগ দেওয়া হল।''