আজ হাইভোল্টেজ ম্যাচ, কি হবে ফলাফল

আজকের ম্যাচ জিতলে দক্ষিণ আফ্রিকা ২ নম্বরে উঠে আসবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Trophy.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজ আইসিসি বিশ্বকাপে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ। এই মুহুর্তে দুটি দলই গ্রুপ টেবিলে অনেকটাই পিছিয়ে রয়েছে। দক্ষিণ আফ্রিকা ৩টি ম্যাচে জিতে এবং ১টি ম্যাচে হেরে গ্রুপ লিগে ৩ নম্বরে রয়েছে। এদিকে বাংলাদেশ ৩টি ম্যাচে হেরে এবং ১টি ম্যাচে জিতে গ্রুপ টেবিলের ৭ নম্বরে রয়েছে। ফলে আজকের ম্যাচটি উভয় দলের কাছেই হাইভোল্টেজ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দক্ষিণ আফ্রিকার কাছে। কেননা আজকের ম্যাচ জিতলে দক্ষিণ আফ্রিকা ২ নম্বরে উঠে আসবে। তাই ম্যাচ জেতার সর্বোত্তম চেষ্টা করবে তারা।

ইতিমধ্যেই টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হচ্ছে আজকের এই ম্যাচ। ম্যাচের জন্যে ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ ক্রিকেট দলের ফ্যানেরা উচ্ছ্বাসা প্রকাশ করতে শুরু করেছে।

hiren