/anm-bengali/media/media_files/2025/11/23/smriti-mandhana-aa-2025-11-23-20-32-46.png)
নিজস্ব সংবাদদাতা: স্মৃতি মন্ধানার জীবনের সবচেয়ে আনন্দের দিনটির ঠিক আগে নেমে এল বড় দুঃসংবাদ। নিজের বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত থাকার মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাঁর বাবা শ্রীনিবাস মন্ধানা। বুকে তীব্র ব্যথা অনুভব করতেই তাঁকে দ্রুত মহারাষ্ট্রের সাংলির সার্বহিত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, তাঁর উপসর্গ দেখে প্রাথমিকভাবে হৃদরোগজনিত সমস্যাই সন্দেহ করা হচ্ছে। বর্তমানে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ডা. নমান শাহ জানিয়েছেন, রবিবার দুপুর গোমধ্যে শ্রীনিবাসবাবু বাম পাশে তীব্র ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর কার্ডিয়াক এনজাইম খানিকটা বেড়েছে, তাই আরও কিছু সময় পর্যবেক্ষণ জরুরি। প্রয়োজনে অ্যাঞ্জিওগ্রাফিও করতে হতে পারে। ডাক্তারদের মতে, টানা কয়েকদিন ধরে বিয়ের চাপে যে মানসিক ও শারীরিক চাপ তৈরি হয়েছে, তার কারণেও এমন সমস্যা দেখা দিতে পারে। তাঁর রক্তচাপও কিছুটা বেশি, তাই আরও সতর্কতা প্রয়োজন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/23/smriti-smdhana-2025-11-23-20-33-18.png)
এই ঘটনার পরেই স্মৃতি মন্ধানা ও সুরকার পালাশ মুচ্ছালের আসন্ন বিয়ের অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। রবিবার, ২৩ নভেম্বর স্মৃতির সাংলির বাড়িতেই বিয়ের আয়োজন ছিল—নিমন্ত্রিত অতিথিদের আগমন, সাজসজ্জা, সবই প্রায় শেষ পর্যায়ে। কিন্তু হঠাৎ এই ঘটনায় আনন্দের পরিবেশ মুহূর্তে বদলে যায়। পরিবারের সবাই এখন হাসপাতালের বাইরে উদ্বেগে ভরসা খুঁজছেন চিকিৎসকদের কথায়।
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে খেলা থেকে মাঠের বাইরের জীবনে বড় একটা ধাক্কা সামলাতে হচ্ছে ভারতের তারকা ব্যাটারকে। চিকিৎসকেরা আশ্বস্ত করছেন, পরিস্থিতি আপাতত স্থিতিশীল। কিন্তু বিয়ের তারিখ এখন আর ঠিক করা সম্ভব নয়। পরিবারের তরফে জানানো হয়েছে, শ্রীনিবাসবাবু সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত কোনও অনুষ্ঠান হবে না।
যেখানে উৎসবের আলো ঝলমল করার কথা ছিল, সেখানে এখন নেমে এসেছে হাসপাতালের গম্ভীর নীরবতা। ক্রিকেটমহল, স্মৃতির ভক্তরা, এমনকি সঙ্গীতজগতও শ্বাস রোধ করে অপেক্ষা করছে সুসংবাদের জন্য।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us