/anm-bengali/media/media_files/2025/11/03/smriti-mandhana-2025-11-03-00-45-31.png)
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালের রাতটাকে অমর করে দিলেন তিনি— স্মৃতি মন্ধানা। রবিবার নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়াম যেন সাক্ষী থাকল এক মহাকাব্যের।
ভারতের এই বাঁহাতি ওপেনার লিখে ফেললেন ইতিহাস— মহিলা বিশ্বকাপে কোনও ভারতীয় ব্যাটারের সর্বাধিক রান এখন তাঁর! মিতালি রাজকে ছাপিয়ে দিলেন তিনি।
২০১৭-র সেই মিতালির ৪০৯ রান পেরিয়ে স্মৃতি পৌঁছে গেলেন নয়া স্বপ্নের সিঁড়িতে। ২০২৫ বিশ্বকাপে তাঁর ব্যাট যেন আগুন, তাঁর চোখে লড়াই, আর প্রতিটি শটে যেন লুকিয়ে ছিল এক দেশের আশা। এর সঙ্গে ২০২৫ বছরটাই তাঁর— মহিলাদের ওয়ানডেতে সর্বোচ্চ রান, ২৩ ইনিংসে ১,৩৬২ রান। গড় ৬১.৯০। পাঁচটা সেঞ্চুরি! পাঁচটা হাফ-সেঞ্চুরি! সর্বোচ্চ স্কোর ১৩৫! এ যেন ক্রিকেট নয়, এক রঙিন সিম্ফনি। মাঠে তাঁর হাঁটা মানেই আত্মবিশ্বাস, তাঁর শট মানেই গর্বের ঝলক।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/03/indian-woman-cricket-team-aaaa-2025-11-03-00-31-18.png)
বিশ্বকাপের ইতিহাসে নিউজিল্যান্ডের ডেবি হকলি শীর্ষে— ১,৫০১ রান। তার ঠিক নিচে মিতালি রাজ— ১,৩২১। কিন্তু আজ, এই সময়ে, আমাদের কণ্ঠে শুধু একটাই নাম— স্মৃতি মন্ধানা। ইংল্যান্ডের জ্যান ব্রিট্টিন, শার্লট এডওয়ার্ডস, দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট, ইংল্যান্ডের ন্যাট স্কিভার— সবাই ছিলেন, লড়েছেন। কিন্তু ভারত পেল নিজের আলো— স্মৃতি ও হরমনপ্রীত। তাঁরা আজকের নারীর পরিচয়— নরম কিন্তু অদম্য, চুপচাপ কিন্তু বিস্ফোরণময়।
২০২৫-র বিশ্বকাপে স্মৃতির ব্যাটের প্রতিটি শব্দ যেন বলছে— “আমরা থামব না। আমরা পারি। আমরা জিতব।” সেই জয় এখন ভারতের। প্রতিটি ভারতবাসীর আকাঙ্খাকে পূর্ণ করলেন মহিলা ক্রিকেট দল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us