ওডিআই দলের নতুন অধিনায়ক শুভমান গিল, অস্ট্রেলিয়া সিরিজ থেকেই নেতৃত্ব

রোহিত শর্মার বদলে একদিনের ম্যাচে অধিনায়ক হতে চলেছেন শুভমন গিল।

author-image
Tamalika Chakraborty
New Update
ubhaman gill and rohit sharma


নিজস্ব সংবাদদাতা: ভারতের ওডিআই দলের নতুন অধিনায়ক হতে চলেছেন  শুভমান গিল। আগামী অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচের ওডিআই সিরিজে গিল ভারতের নেতৃত্ব দেবেন। তবে রোহিত শর্মা এবং বিরাট কোহলিও দলে থাকবেন।

সূত্রের খবর, নির্বাচকরা ICC মেনস ওডিআই বিশ্বকাপ ২০২৭-এর বড় চিত্র মাথায় রেখে গিলকে অধিনায়ক করতে চাইছেন। তাই রোহিতের হাত থেকে নেতৃত্ব নেওয়ার দায়িত্ব এবার গিলের ওপর ন্যস্ত করা হচ্ছে।

rohit virat

“নির্বাচকরা টেস্ট অধিনায়কের সঙ্গে কথা বলার পর সিদ্ধান্ত নিয়েছেন, ভবিষ্যতের পরিকল্পনা অনুযায়ী গিলকে ২০২৭ সালের বিশ্বকাপের জন্য দলের নেতৃত্ব দেওয়া হবে। শনিবার গিলও নির্বাচক বৈঠকে উপস্থিত ছিলেন,” সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদনে উল্লেখ করেছে।

শুভমান গিলের নেতৃত্বে ভারত নতুন উদ্দীপনা ও পরিকল্পনা নিয়ে মাঠে নামবে, বিশেষ করে বিশ্বকাপের প্রস্তুতি মাথায় রেখে।