BREAKING: সিডনিতে ODI-তে বড় চোট পেলেন এই তারকা ক্রিকেটার! ভর্তি হাসপাতালে

বিসিসিআই থেকে এল তথ্য।

author-image
Anusmita Bhattacharya
New Update
shreyas uiyr.jpg

নিজস্ব সংবাদদাতা: ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ার ২৫শে অক্টোবর সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওডিআই ম্যাচে ফিল্ডিং করার সময় তার বামদিকের নিম্ন পাঁজরের অংশে আঘাতজনিত চোট পান। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্ক্যান রিপোর্ট অনুযায়ী তার তিল্লায় কেটে যাওয়ার মতো একপ্রকার চোট দেখা গেছে। তিনি চিকিৎসাধীন, শারীরিকভাবে স্থিতিশীল এবং সুস্থ হয়ে উঠছেন। এই তথ্য দিলেন বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া।

Board of Control for Cricket in India (BCCI): Chairman list, History ...