বিশ্বকাপ ফাইনালে আগুন! ২১ বছরের শেফালির ঝড়, সেহওয়াগকে টপকে ইতিহাস

বিশ্বকাপ ফাইনালে দারুণ ব্যাটিং শো। মাত্র ২১ বছর বয়সেই ইতিহাস গড়লেন শেফালি ভার্মা। করলেন সবচেয়ে কম বয়সে হাফসেঞ্চুরি, ছুঁলেন সেহওয়াগকে। পড়ুন আবেগ আর লড়াইয়ের গল্প…

author-image
Tamalika Chakraborty
New Update
shafali vermaq

নিজস্ব সংবাদদাতা: নীল সমুদ্রের গর্জন, স্টেডিয়াম মাতিয়ে ইতিহাস লেখা। নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে বিশ্বকাপের মঞ্চে রীতিমতো অগ্নিবর্ষণ করে গেলেন মাত্র ২১ বছরের শেফালি ভার্মা। টস হেরে ব্যাটিংয়ে নেমে যখন ভারতের দরকার ছিল আক্রমণ আর আত্মবিশ্বাস—তখনই ব্যাট হাতে আসমান ছুঁলেন ‘হরিয়ানার হরকিউলিনা’। মাত্র ৭৮ বল খেলেই ৮৭ রান, তাতে ৭টি চার, ২টি ছয়। স্ট্রাইকরেট ১১১.৫৪। বৃষ্টিবিঘ্নিত ফাইনালের উত্তাপে শুরুতেই ভারতকে দিলেন এমন তড়িৎ জ্বালানি যা স্বপ্নকে আরও উঁচুতে তুলে দিল।

এই ইনিংস শুধু রান নয়, এটা প্রত্যাবর্তনের চূড়ান্ত কাহিনি। বিশ্বকাপের মূল দলে ছিলেনই না, ঠিক ছ’দিন আগে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় প্রতীকা রাওয়ালের চোটেই আচমকা সুযোগ পান শেফালি। আর সুযোগ পেয়েই নিজের নাম সোনার অক্ষরে লিখে ফেললেন। স্মৃতি মন্ধানার সঙ্গে গড়লেন ১০৪ রানের দুর্ধর্ষ ওপেনিং জুটি। ভারতের নারীদের ক্রিকেট ইতিহাসে এমন উত্তপ্ত মঞ্চে এর আগে এত বড় রানের ধ্বনি শোনা যায়নি। নানা প্রশ্ন, নানা সংশয়—সবকিছুর জবাব ব্যাটেই দিলেন শেফালি। যে মেয়ে গত তিন বছরে ওয়ানডেতে একটি হাফসেঞ্চুরিও পাননি, সেই মেয়েই আজ বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে বড় মঞ্চে গড়লেন বিস্ময়।

shafali verma

এই ইনিংসের মধ্য দিয়ে নতুন ইতিহাস গড়লেন তিনি। নারী-পুরুষ মিলিয়ে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে কম বয়সে হাফসেঞ্চুরি—এখন সেই রেকর্ড শেফালির। এর আগে এই সম্মান ছিল অস্ট্রেলিয়ার জেস ডাফিনের, আর পুরুষ ক্রিকেটে বিরেন্দর সেহওয়াগের। দুজনকেই পেছনে ফেলে দিলেন ভারতের ঝলমলে ‘ছোটি শক্তি’। শুধু রেকর্ড নয়, প্রতিটি শটে ছিল আগুন, প্রতিটি রান ছিল লড়াই, প্রতিটি পদক্ষেপে ছিল জয়ের বিশ্বাস।

আজকের এই ব্যাটিং শুধু ভারতকে এনে দিয়েছে শক্ত ভিত নয়; এনে দিয়েছে এক নতুন শ্বাস, নতুন স্পন্দন। ৮৭ রানের সেই ঝড় ভারতীয় ড্রেসিংরুমে জ্বালিয়েছে আত্মবিশ্বাসের আগুন—এমন আগুন যা বিশ্বজয়ের পথে আলো দেখায়। শেফালি নামটা আজ শুধু স্কোরবোর্ড নয়, কোটি ভারতীয়র হৃদয়ে জ্বলে ওঠা এক আশার আলো।

আজ এই তরুণী দেখিয়ে দিলেন—মঞ্চ যত বড়ই হোক, ইচ্ছাশক্তি আর সাহস থাকলে বিশ্বকে মাথা নোয়াতে হয়। ভারত ইতিমধ্যেই দেখছে নতুন যুগের সূর্যোদয়। আর সেই সূর্যের নাম শেফালি ভার্মা।