ডিওয়াই পাটিলে তারকাদের বন্যা! মহিলা ক্রিকেটের ফাইনালে হাজির সচিন-রোহিত

বিশ্বকাপ ফাইনালে তারকাদের হাট মুম্বইয়ে! ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখতে হাজির সচিন, রোহিত, গাভাসকর। দেখুন মাঠ থেকে উত্তেজনার সব ছবি ও আবেগের গল্প।

author-image
Tamalika Chakraborty
New Update
india and south africa


নিজস্ব সংবাদদাতা:  মুম্বই আজ তারকাখচিত। ডিওয়াই পাটিল স্টেডিয়ামে চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা মহিলাদের ওডিআই বিশ্বকাপ ফাইনাল, আর সেই মঞ্চে উপস্থিতি যেন বলছে—এটাই ভারতের ক্রিকেট উৎসব! মাঠে নেমেছেন হরমনপ্রীত কৌর-স্মৃতি মান্ধানারা, আর গ্যালারিতে তাঁদের উৎসাহ দিতে হাজির ভারতীয় ক্রিকেটের সেরারা। একদিকে ক্রিকেটের ভগবান সচিন তেণ্ডুলকর, অন্যদিকে সদ্য সাবেক অধিনায়ক রোহিত শর্মা। উপস্থিত কিংবদন্তি সুনীল গাভাসকরও। ১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের এই সদস্যের আগমন যেন বাড়িয়ে দিয়েছে আবেগের মাত্রা। তারকাদের এমন জমায়েতে স্টেডিয়ামের প্রতিটা মুহূর্ত এখন বিদ্যুতায়িত। মাঠে রঙ নীল, আর গ্যালারিতে একটাই স্লোগান—“চলো মেয়েরা, ইতিহাস গড়ো!”

sachin tendu

এই দিন যেন একটাই বার্তা দিচ্ছে—ভারতের না মহিলা ক্রিকেট এখন শুধু খেলা নয়, অনুভব, গর্ব, আবেগ ও ভবিষ্যতের স্বপ্ন।