New Update
/anm-bengali/media/media_files/2025/11/02/india-and-south-africa-2025-11-02-21-11-12.png)
নিজস্ব সংবাদদাতা: মুম্বই আজ তারকাখচিত। ডিওয়াই পাটিল স্টেডিয়ামে চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা মহিলাদের ওডিআই বিশ্বকাপ ফাইনাল, আর সেই মঞ্চে উপস্থিতি যেন বলছে—এটাই ভারতের ক্রিকেট উৎসব! মাঠে নেমেছেন হরমনপ্রীত কৌর-স্মৃতি মান্ধানারা, আর গ্যালারিতে তাঁদের উৎসাহ দিতে হাজির ভারতীয় ক্রিকেটের সেরারা। একদিকে ক্রিকেটের ভগবান সচিন তেণ্ডুলকর, অন্যদিকে সদ্য সাবেক অধিনায়ক রোহিত শর্মা। উপস্থিত কিংবদন্তি সুনীল গাভাসকরও। ১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের এই সদস্যের আগমন যেন বাড়িয়ে দিয়েছে আবেগের মাত্রা। তারকাদের এমন জমায়েতে স্টেডিয়ামের প্রতিটা মুহূর্ত এখন বিদ্যুতায়িত। মাঠে রঙ নীল, আর গ্যালারিতে একটাই স্লোগান—“চলো মেয়েরা, ইতিহাস গড়ো!”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/RZJqdkGOjIfcaO9MTxiD.webp)
এই দিন যেন একটাই বার্তা দিচ্ছে—ভারতের না মহিলা ক্রিকেট এখন শুধু খেলা নয়, অনুভব, গর্ব, আবেগ ও ভবিষ্যতের স্বপ্ন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us