ODI-তে রোহিত শর্মার ইতিহাস গড়া সাফল্য

আফ্রিদিকে টপকে একদিনের ক্রিকেটে সর্বাধিক ছক্কার বিশ্বরেকর্ড এখন ভারতের অধিনায়কের দখলে।

author-image
Aniket
New Update
oe9san_rohit-sharma-afp_625x300_29_October_25

নিজস্ব সংবাদদাতা: রাঁচি, জেএসসিএ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম — রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ইতিহাসের পাতায় নিজের নাম আরও উজ্জ্বল করে তুললেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। পাকিস্তানের শাহিদ আফ্রিদিকে ছাড়িয়ে একদিনের ক্রিকেটে সর্বাধিক ছক্কার মালিক হলেন তিনি। তিনটি দুরন্ত ছক্কায় ৩৫১ ছক্কার রেকর্ড পেরিয়ে গেলেন রোহিত, পৌঁছে গেলেন নতুন মাইলফলক ৩৫২–এ।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করামের আমন্ত্রণে ব্যাট করতে নেমে রোহিত শুরু থেকেই নিজের ছন্দে ছিলেন। দক্ষিণ আফ্রিকার অফস্পিনার প্রেনালেন সুব্রায়নকে টানা দুই বলে দু’টি বিশাল slog-sweep মারেন তিনি—প্রথমটি ছিল তাঁর ৩৫০তম ছক্কা, আর দ্বিতীয়টিতে তিনি সমান হন আফ্রিদির সঙ্গে। উল্লেখযোগ্যভাবে, রোহিত আফ্রিদির তুলনায় ১০০ ইনিংস কম খেলেই পৌঁছে গেলেন এই মাইলফলকে।

IPL 2025: Now, it is time to talk about Rohit Sharma

অর্ধশতরান পূর্ণ করার পর বাঁহাতি পেসার মার্কো ইয়ানসেনকে fine-leg এর ওপর দিয়ে তুলে মারেন সেই ঐতিহাসিক ছক্কাটি—যার মাধ্যমে আফ্রিদিকে পিছনে ফেলে রোহিত হয়ে যান ODI-তে সর্বকালীন সর্বাধিক ছক্কার অধিকারী।

১৭ বছরের ক্যারিয়ারে রোহিত ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে ৬৪৫ ছক্কা মেরেছেন—সব ফরম্যাট মিলিয়ে তিনিই বিশ্বের সেরা ছক্কাবাজ। টি-টোয়েন্টিতে তাঁর ছক্কার সংখ্যা ২০৫, যা এখনও কোনো ক্রিকেটারের নেই। টেস্টেও তিনি মেরেছেন ৮৯ ছক্কা, যা ভারতের হয়ে কেবল বীরেন্দ্র সেহওয়াগ ও ঋষভ পন্তের পরে তৃতীয় সর্বাধিক।

ইতিহাসের সর্বাধিক ODI ছক্কার তালিকা

রোহিত শর্মা (ভারত) — ৩৫২

শাহিদ আফ্রিদি (পাকিস্তান) — ৩৫১

ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) — ৩৩১

সনাথ জয়সুরিয়া (শ্রীলঙ্কা) — ২৭০

এমএস ধোনি (ভারত) — ২২৯

কোহলির আগ্রাসী ব্যাটিংও নজর কাড়ল

এদিন রোহিতের পাশাপাশি দাপুটে ব্যাটিং করেছেন বিরাট কোহলিও। মাত্র ২১ ওভারেই পাঁচটি ছক্কা হাঁকিয়ে এগিয়ে যান তিনি, গড়েন রোহিত-কোহলির টানা দ্বিতীয় শতরানের জুটি।

এ ম্যাচেই কোহলি ছাড়িয়ে যান অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংকে, সব ফরম্যাট মিলিয়ে নম্বর ৩ পজিশনে সর্বাধিক ছক্কা মারার তালিকায়।

রাঁচির মাঠে রোহিতের এই রেকর্ড ভাঙা ইনিংস শুধু ম্যাচকে নয়, ভারতীয় ক্রিকেট ইতিহাসকেই সমৃদ্ধ করল—এক নতুন উচ্চতায় পৌঁছে দিল দেশের অধিনায়ককে।