Test record : টেস্ট ক্রিকেটে ভাঙল ৭১ বছরের পুরনো রেকর্ড

টেস্ট ক্রিকেট ইতিহাসে ভাঙল ৭১ বছরের পুরনো একটি রেকর্ড (Test Record)। আয়ারল্যান্ডের পল স্টার্লিংকে আউট করে এই রেকর্ড ভেঙেছেন শ্রীলঙ্কার (Sri Lanka) স্পিনার প্রবাথ জয়সূর্য (Prabath Jayasuriya)।

author-image
Pritam Santra
New Update
test record

নিজস্ব সংবাদদাতাঃ টেস্ট ক্রিকেট ইতিহাসে ভাঙল ৭১ বছরের পুরনো একটি রেকর্ড (Test Record)। আয়ারল্যান্ডের পল স্টার্লিংকে আউট করে এই রেকর্ড ভেঙেছেন শ্রীলঙ্কার (Sri Lanka) স্পিনার প্রবাথ জয়সূর্য (Prabath Jayasuriya)। তিনি তাঁর সপ্তম টেস্টে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। সবচেয়ে কম ম্যাচে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করার রেকর্ডটি এখন নিজের নামে করেছেন তিনি। ৩১ বছর বয়সী এই স্পিনার টেস্ট ফরম্যাটে উত্থানের পর থেকেই বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। ২০২২ সালের জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার অভিষেক হয়েছিল।