New Update
/anm-bengali/media/media_files/7rTtETgheai3wbUeIcme.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ শেষমেশ ৩-১ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে মোহনবাগান। প্রথমার্ধে কামিন্স ও পেত্রাতোসের গোলে ২-০ লিড নিয়ে সবুজ-মেরুন শিবির। দ্বিতীয়ার্ধে পঞ্জাবের হয়ে ব্যবধান কমান লুকা। শেষে বাগানের হয়ে তৃতীয় তথা ম্যাচের শেষ গোলটি করেন পরিবর্ত হিসেবে মাঠে নামা মনবীর। ম্যাচের সেরা ফুটবলারের পুরস্কার জেতেন পেত্রাতোস।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us