৭১-এ চির বিদায় নিলেন কিংবদন্তি WWE কুস্তিগির

প্রসিদ্ধ WWE কুস্তিগির হাল্ক হোগানের মৃত্যু, বয়স হয়েছিল ৭১ বছর।

author-image
Aniket
New Update
Hulk Hogan

নিজস্ব সংবাদদাতা: বিশ্ববিখ্যাত WWE কুস্তিগির হাল্ক হোগান বৃহস্পতিবার সকালে ৭১ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে তাঁর বাসভবনে বৃহস্পতিবার ভোরে জরুরি স্বাস্থ্যসেবা দল ডাকা হয়। জরুরি ফোনকলে "হৃদরোগজনিত অজ্ঞান হওয়া" (cardiac arrest) হিসেবে বর্ণনা করা হয়েছিল।

Hulk Hogan | WWE Wiki | Fandom

একাধিক পুলিশ গাড়ি ও অ্যাম্বুলেন্স তাঁর বাড়ির বাইরে অবস্থান করছিল। পরবর্তীতে হাল্ক হোগানকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়। হাল্ক হোগান ছিলেন ১৯৮০ ও ৯০-এর দশকে WWE-র সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী মুখ। তাঁর নাম কুস্তির ইতিহাসে কিংবদন্তি হিসেবেই স্মরণীয় থাকবে। তাঁর হঠাৎ মৃত্যুর খবরে ভক্ত ও ক্রীড়া মহলে শোকের ছায়া নেমে এসেছে।