New Update
/anm-bengali/media/media_files/2025/11/17/20250727114933_shubman-gill-india-bcci-2025-11-17-15-38-07.webp)
নিজস্ব সংবাদদাতা : আসন্ন তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক (ODI) সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সিনিয়র ব্যাটার কে এল রাহুল। দলের নিয়মিত অধিনায়ক শুভমন গিল ঘাড়ের চোটের কারণে এই সিরিজ থেকে বাদ পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/04/india-defeat-pakistan-by-five-wickets-in-controversy-hit-asia-cup-1140x855-2025-10-04-21-52-45.jpg)
সাম্প্রতিক টেস্ট সিরিজে ঘাড়ে চোট পান শুভমন গিল। জানা গেছে, তাঁর ঘাড়ের এই চোট কিছুটা গুরুতর এবং বোর্ডের মেডিক্যাল টিম কোনও ঝুঁকি নিতে চাইছে না। ফলে ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা তিন ম্যাচের ওডিআই (ODI) সিরিজে গিলকে বিশ্রাম দেওয়া হয়েছে। মূলত গিলের অনুপস্থিতিতেই অভিজ্ঞ ব্যাটার ও উইকেটকিপার কে এল রাহুলকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগেও রাহুল বিভিন্ন সময়ে ভারতের নেতৃত্ব দিয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us