গুরুতর চোট পেলেন KL Rahul! কোনওরকমে মাঠ ছাড়লেন

ফিল্ডিং করতে গিয়ে বড় রকমের চোট পেলেন লোকেশ রাহুল (KL Rahul)। মাঠের মধ্যে যন্ত্রণায় কাতরাতে থাকেন রাহুল। সোমবার সন্ধ্যায় লখনউ সুপার জায়ন্টস (LSG) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB) ম্যাচ চলাকালীন ঘটেছে এই ঘটনা।

author-image
Pritam Santra
New Update
KL Rahul

নিজস্ব সংবাদদাতাঃ ফিল্ডিং করতে গিয়ে বড় রকমের চোট পেলেন লোকেশ রাহুল (KL Rahul)। মাঠের মধ্যে যন্ত্রণায় কাতরাতে থাকেন রাহুল। সোমবার সন্ধ্যায় লখনউ সুপার জায়ন্টস (LSG) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB) ম্যাচ চলাকালীন ঘটেছে এই ঘটনা। রাহুল চোট পাওয়ার পরেই মাঠে ছুটে আসেন দলের ফিজিও। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়েছেন তিনি। 

ad.jpg