New Update
/anm-bengali/media/media_files/0GL3Jw3VEsLfGPhG53TE.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ধারাবাহিকভাবে জয় পেতে সমস্যায় রয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। গুজরাট টাইটান্সের (GT) বিরুদ্ধে আশা জাগিয়েও শেষ পর্যন্ত পরাজয়ের স্বাদ পেয়েছে কলকাতা। হাইভোল্টেজ ম্যাচে হারের পর দার্শনিক মেজাজে নাইট রাইডার্স অধিনায়ক নীতিশ রানা। তার বক্তব্য তুলে ধরা হয়েছে কেকেআরের অফিসিয়াল পেজে। রানা বলেছেন, "আমার মনে হয় বড় মুহূর্তগুলোর থেকেও ছোটো মুহূর্তগুলো বেশি গুরুত্বপূর্ণ। ছোটোখাটো মুহূর্তগুলোর ওপর জোর দিলে জয়ের সম্ভাবনা আরও বেড়ে যায়।"
Well said, Captain! Work to do for the next one 👊#KKRvGT | #AmiKKR | @NitishRana_27pic.twitter.com/tT9BUa9IXB
— KolkataKnightRiders (@KKRiders) April 30, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us