অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ধ্বংস! মেয়েদের হাতে ভারতের প্রথম বিশ্বকাপ... কী বলছেন ক্রিকেট অনুরাগীরা

ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের পর কী বলছেন ভারতীয়রা।

author-image
Tamalika Chakraborty
New Update
indian cricket fan


নিজস্ব সংবাদদাতা: ভারতের কন্যারা ইতিহাস লিখেছে। এক নতুন ভোরের আলোয় আজ ফুটে উঠেছে স্বপ্ন, পরিশ্রম আর অগণিত চোখের জল মেশানো গর্বের গল্প। দেশের এক সাধারণ ক্রিকেটপ্রেমী চোখ ভেজা গলায় বললেন— “আমি ভারতের মেয়েদের অভিনন্দন জানাতে চাই। তারা প্রথমবারের মতো ভারতের জন্য মহিলাদের বিশ্বকাপ জিতেছে। আজ গোটা দেশ আনন্দে মেতেছে। সেমিফাইনালে সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়েছে আমাদের মেয়েরা। আর আজ দক্ষিণ আফ্রিকাকেও হারাল। আজ সত্যিই সারা দেশ উদযাপন করছে। অভিনন্দন আমাদের টিমকে।”

indian woman cricket team aaaa

এই কয়েকটি কথার ভিতরে লুকিয়ে রয়েছে এক দেশের উচ্ছ্বাস, এক প্রজন্মের স্বপ্ন আর এক ভবিষ্যতের বিশ্বাস।আজ শুধু ট্রফি ওঠেনি,উঠেছে প্রতিটি ভারতীয় মেয়ের আত্মবিশ্বাস। অতীতের বাঁধন ভেঙে, কাঁধে হাজার প্রত্যাশার ওজন নিয়ে আজ ভারতের মেয়েরা প্রমাণ করল, স্বপ্নের ডানা কারও অনুমতির অপেক্ষা করে না। আর আজ, দেশের প্রতিটি ঘরে, প্রতিটি ছোট মেয়ের চোখে নতুন স্বপ্ন, “একদিন আমিও মাঠে দাঁড়াবো, দেশের জন্য জিতবো।”

এ জয় ব্যাট-বলের নয়, এ জয় সাহস, লড়াই আর বিশ্বাসের। আজ ভারত শুধু উৎসবের দেশ নয়— আজ ভারত গর্বের দেশ।