New Update
/anm-bengali/media/media_files/2025/06/03/ee3T5Tzz2EGVHPma9Duq.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আইপিএল ২০২৫-এর মহারণে নাটকীয় মোড়! ফাইনাল ম্যাচে ১৮ ওভার শেষে পাঞ্জাব হারিয়েছে ৭টি মূল্যবান উইকেট। টার্গেটের দিকে এগোনোর চেষ্টায় বারবার হোঁচট খাচ্ছে পাঞ্জাবের ব্যাটিং লাইনআপ। একদিকে রান চাপ, অন্যদিকে উইকেট পতনের ধাক্কা—চাপ বাড়ছে প্রতি মুহূর্তে।
/anm-bengali/media/media_files/2025/06/03/NA2YQP5S5KjIK9SGaPYJ.jpg)
এই অবস্থায় আরসিবি যেন স্বপ্ন ছুঁতে চলেছে বহু বছরের ট্রফির খরা মেটানোর। ম্যাচের মোড় এখন স্পষ্টভাবে আরসিবির দিকেই ঘুরে যাচ্ছে। মাঠে, গ্যালারিতে আর সোশ্যাল মিডিয়ায়—জয়ধ্বনি শুরু হয়ে গেছে 'এবার কাপ নেবে ব্যাঙ্গালুরু'। শেষ দুই ওভারে পাঞ্জাবের কাছে এখন শুধুই অলৌকিক কিছুর প্রত্যাশা!
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us