বৃষ্টিভেজা নবি মুম্বইয়ে নীল সমুদ্র! শেফালির আগুনে ইনিংস, রিচার ঝড় — বিশ্বকাপ হাতে কি এবারই?

বিশ্বকাপ ফাইনালে ব্যাট হাতে ঝড় তুলল ভারতীয় মহিলা দল। শেফালি বর্মার দুর্দান্ত ৮৭, দীপ্তির ফিফটি ও রিচা ঘোষের ঝড়ো ৩৪ রানে ভারত করল ২৯৮। এবার স্পিন ও দর্শকের গর্জন কি এনে দেবে প্রথম বিশ্বকাপ ট্রফি?

author-image
Tamalika Chakraborty
New Update
shafali verma

নিজস্ব সংবাদদাতা:  আজ গোটা দেশ নীল হয়ে গেছে। রাস্তায়, ছাদে, মোবাইল স্ক্রিনে, হৃদয়ের ভাঁজে — একটাই রং। নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে বৃষ্টির ফোঁটা পড়লেও তার মধ্যেই ভারতীয়দের আবেগ একটাই— জিততে হবে, স্বপ্ন ছুঁতে হবে, ট্রফি বাড়ি আনতেই হবে। সেই আবহেই বিশ্বকাপ ফাইনালে প্রথমে ব্যাট করে ভারত তুলল ২৯৮ রান। এখন চোখ ২২ গজে — দক্ষিণ আফ্রিকাকে থামিয়ে কি ইতিহাস লেখার দিন আজ?

টস হেরে ব্যাট করতে আসে ভারত। স্টেডিয়ামে তখন বজ্র গর্জনের মতো মানুষের চিৎকার। স্মৃতি মন্ধানা আর শেফালি বর্মা শুরু করেন সতর্কভাবে। কিন্তু ধীরে ধীরে সেই সতর্কতা বদলে যায় আত্মবিশ্বাসে, আঘাতে। বৃষ্টিভেজা পিচে গতি তুলে ফেললেন তাঁরা। ১৮ ওভারেই ১০০ রানের জুটি। স্টেডিয়ামে তখন ঢেউয়ের মতো ভারত, ঘরে টিভির সামনে বসেও বুক ধকধক।

ঠিক তখনই ধাক্কা। ৪৫ রানে ফেরেন স্মৃতি। কিন্তু শেফালি? যেন আগুন। ৭৮ বলে ৮৭ রান। চার, ছয়ের ঝড়। যাকে বিশ্বকাপের দলে শেষ মুহূর্তে ডাক পড়েছে, সেই মেয়েই আজ ট্রফির স্বপ্ন আরও পরিষ্কার করে দিল। সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ থাকতেই পারে, তবে ক্রিকেট–দেবতা জানেন—এ ইনিংস স্মরণীয়।

india and south africa

জেমাইমা কিছুক্ষণ সঙ্গ দিয়েছেন, ২৪ করে ফিরে যান। হরমন ফের ২০ রানে আউট। দর্শকদের বুক ধড়ফড় শুরু। কিন্তু তারপর মঞ্চে উঠলেন দীপ্তি শর্মা। মাটি কামড়ে খেলে চুপচাপ অর্ধশতরান। বারবার প্রমাণ দিচ্ছেন—ভারতের স্তম্ভ তিনি।

তারপর এলেন রিচা ঘোষ। ঝড়ের নাম রিচা। ২৪ বলে ৩৪, তিনটি চার, দুইটি ছয়। যেন হাতের এক ঝটকায় আবার মোমেন্টাম ফিরিয়ে দিলেন নীল শিবিরে। শেষ পর্যন্ত ভারত থামল ২৯৮-এ। স্টেডিয়ামে তখন পতাকা উড়ছে, ঢাক বাজছে, চোখে জল, ঠোঁটে একটাই কথা—“এইবার না হলে কবে?”

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট টসে বলেছিলেন, রান তাড়া করা ভালো। কিন্তু এই ২৯৮ সত্যিই কি এত সহজ? নাকি আরও ৩০ রান লাগত? এখন ভারত বিশ্বাস করছে দুই জিনিসে — স্পিন এবং সাপোর্টারের তাণ্ডব। ডি ওয়াই পাটিলের প্রতিটি আসন, প্রতিটি চিৎকার বলছে—ইতিহাস আমাদের দরজায়।

আর একটা ইনিংস। আর ৫০ ওভার। আর কিছু সঠিক সিদ্ধান্ত। তারপর? হয়তো ভারতের মেয়েরা ছুঁয়ে ফেলবেন সেই স্বপ্ন, যা অধরা থেকে গেছে এতদিন। পুরো দেশ অপেক্ষায়—আজ নীলের রাত, আজ কি হাত ধরা দেবে বিশ্বকাপ?