/anm-bengali/media/media_files/qnO4SlP8K2vCstDDt3XW.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : অপেক্ষার এক ঘন্টা। ভারত বনাম বাংলাদেশ। ২০১১ সলের জয়ের কি পুনরাবৃত্তি ঘটবে? যদিও আশাবাদী টিম ইন্ডিয়ার ভক্তরা। পুনে স্টেডিয়ামের বাইরে টিম ইন্ডিয়ার ভক্ত সুধীর চৌধুরী বলেছেন, "আমাদের ২০১১ সালের জয়ের পুনরাবৃত্তি করতে হবে। আজ টিম ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে জিতবে।"
প্রসঙ্গত, আইসিসি বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন রোহিত শর্মারা। এখনও পর্যন্ত তিনটি ম্য়াচের প্রত্যেকটিতেই জয় ছিনিয়ে নিয়েছে ভারত। পয়েন্ট টেবিলের শীর্ষে নাম লিখিয়ে ফেলেছেন বিরাট কোহলিরা। অন্যদিকে, বাংলাদেশ তিনটি ম্যাচের মাত্র একটিতে জয় ছিনিয়ে আনতে পেরেছে। এ বার ভারতের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর লড়াই সাকিব আল হাসানদের।
#WATCH | Ahead of the India vs Bangladesh match in the ICC World Cup, Team India fan Sudhir Chaudhary outside Pune stadium says," We have to repeat the win of 2011. Today, Team India will win against Bangladesh." pic.twitter.com/n3sZ89AhIt
— ANI (@ANI) October 19, 2023
/anm-bengali/media/post_attachments/wXaACRt8MGGCBIwurfs8.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us