টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু ! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করলো ভারত

দেখে নিন কে কে থাকছে দলে।

author-image
Debjit Biswas
New Update
indian cricket team

নিজস্ব সংবাদদাতা : আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের ভারতীয় দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। এই সিরিজে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ব্যাটসম্যান সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), যেখানে বোলার এবং অলরাউন্ডারদের দারুণ ভারসাম্য দেখা যাচ্ছে।

সিরিজের জন্য দলের সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ ওপেনার শুভমান গিল-কে। তবে তাঁর অংশগ্রহণ নির্ভর করছে বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্স (COE) থেকে ফিটনেস ছাড়পত্র পাওয়ার ওপর। এই দলে হার্দিক পান্ডিয়া ও যশপ্রীত বুমরাহর মতো অভিজ্ঞ খেলোয়াড়দের প্রত্যাবর্তন হয়েছে।

20250727114933_Shubman-Gill-india-bcci

দলে জায়গা পেয়েছেন তরুণ তুর্কি অভিষেক শর্মা এবং উদীয়মান পেসার হর্ষিত রানা, যা তরুণ প্রতিভাদের সুযোগ দেওয়ার বোর্ডের ইঙ্গিত দেয়।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল:

অধিনায়ক (C) :    সূর্যকুমার যাদব

সহ-অধিনায়ক (VC) :    শুভমান গিল 

বিশেষজ্ঞ ব্যাটসম্যান :    অভিষেক শর্মা, তিলক বর্মা

অলরাউন্ডার :    হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর

উইকেটরক্ষক (WK) :    জিতেশ শর্মা, সঞ্জু স্যামসন

ফাস্ট বোলার :    যশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, হর্ষিত রানা

স্পিনার :    বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব