রায়পুরে রানের পাহাড়ে ভারত ! গায়কোয়াড়-কোহলির শতরানে দক্ষিণ আফ্রিকাকে ৩৫৯ রানের লক্ষ্য

বড় টার্গেট দিল ভারত।

author-image
Debjit Biswas
New Update
virat kohli

নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই (ODI) সিরিজে  রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে রানের বন্যা বইয়ে দিল ভারতীয় দল। নির্ধারিত ৫০ ওভারে ভারত ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করল বিশাল ৩৫৮ রান। এই ইনিংসে দলের দুই তারকা ব্যাটসম্যান রুতুরাজ গায়কোয়াড় এবং বিরাট কোহলি—উভয়েই শতরান হাঁকালেন।

টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ভারত। মিডল অর্ডারে দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের জুটি দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর ছড়ি ঘোরায়।

cricket

রুতুরাজ গায়কোয়াড়: ওপেনিং বা তিন নম্বরে নেমে রুতুরাজ গায়কোয়াড় দারুণ ধৈর্য ও আগ্রাসনের মিশেলে ১০৫ রানের ঝলমলে ইনিংস খেলেন।

বিরাট কোহলি: অন্যদিকে, ফর্ম ধরে রেখে বিরাট কোহলিও তাঁর দুর্দান্ত ইনিংসটি সেঞ্চুরিতে রূপ দেন। তিনি সংগ্রহ করেন ১০২ রান, যা দলকে মজবুত ভিত দেয়।


মাঝের ওভারে এই দুই ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পর শেষের দিকে রানের গতি ধরে রাখেন সহ-অধিনায়ক কে এল রাহুল। তিনি মাত্র কয়েক বলে মারকাটারি ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলের স্কোরকে ৩৫০-এর গণ্ডি পার করিয়ে দেন।