সিরিজ ফয়সালার ম্যাচ ! কুইন্টন ডি ককের শতরানের পরও ২৭০ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

জিততে পারবে ভারত ?

author-image
Debjit Biswas
New Update
cricket

নিজস্ব সংবাদদাতা : সিরিজের ভাগ্য নির্ধারণকারী তৃতীয় একদিনের আন্তর্জাতিক (ODI) ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২৭০ রানে অলআউট করে দিল ভারতীয় বোলাররা। ফলে এই ম্যাচ এবং সিরিজ জিততে হলে ভারতকে ২৭৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে হবে।

ভাইজ্যাগের পিচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক কেএল রাহুল। শুরুতেই আরশদীপ সিং প্রথম উইকেট নিলেও, প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক (১০৬ রান) এবং অধিনায়ক তেম্বা বাভুমা (৪৮ রান) দলের ইনিংসের ভিত্তি তৈরি করেন।

indian cricket team a

ডি কক ৮৯ বলে ১০৬ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন, যেখানে তিনি ৮টি চার ও ৬টি ছক্কা হাঁকান। একসময় দক্ষিণ আফ্রিকা বড় স্কোর গড়ার দিকে এগোলেও, ভারতীয় স্পিন ও পেস জুটি দ্রুত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়:

কুলদীপ যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণা: ভারতীয় স্পিনার কুলদীপ যাদব (৪/৪১) এবং ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণা (৪/৬৬) দারুণ পারফরম্যান্স দেখান। দুই বোলারই চারটি করে উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকার মিডল ও লোয়ার অর্ডারকে ভেঙে দেন।

ডি ককের শতরানের পর প্রসিদ্ধ কৃষ্ণার দুরন্ত স্পেল এবং কুলদীপের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষপর্যন্ত ৪৭.৫ ওভারেই ২৭০ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।

সিরিজ ১-১ অবস্থায় থাকায়, ভারতীয় ব্যাটসম্যানদের সামনে এখন সিরিজ জয়ের জন্য ২৭৫ রানের মাঝারি লক্ষ্যমাত্রা। দ্বিতীয় ইনিংসে শিশির পড়লে তা ভারতের রান তাড়া করার পক্ষে সহায়ক হতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।