New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৪ উইকেটে হারল ভারত। ফলে তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। ম্যাচের শুরু থেকেই দুই দলই লড়াই চালালেও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট ধরে রাখতে না পারায় ভারত পিছিয়ে পড়ে। দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা ধীরস্থির ইনিংস গড়ে লক্ষ্যে পৌঁছে যায় বাকি উইকেট হাতে রেখেই।
/anm-bengali/media/post_attachments/7b393999-d5a.png)
এই জয়ে সিরিজের ফল নির্ধারণ এখন তৃতীয় ও শেষ ম্যাচে। ক্রিকেটপ্রেমীদের জন্য তৈরি হলো উত্তেজনার নতুন অধ্যায়। শেষ ম্যাচে জয়ই নির্ধারণ করবে কোন দল ট্রফি হাতে উঠবে, আর তাই দুই দেশই প্রস্তুত হবে আরও শক্তিশালী লড়াইয়ের জন্য।
South Africa beat India by 4 wickets in the second ODI of the series; the 3-match series is level at 1-1.
— ANI (@ANI) December 3, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us