New Update
/anm-bengali/media/media_files/u9BqVO8JaJEqAAaNSCIO.webp)
নিজস্ব সংবাদদাতা : ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে চেন্নাইয়ে। সিরিজের প্রথম ম্যাচে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। দ্বিতীয় ম্যাচটি ২৫ জানুয়ারি এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজে সমতা ফেরাতে ইংল্যান্ডের দল প্রস্তুত, আর ভারত তাদের অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে চায়। দুই দলের জন্যই এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
#WATCH | Tamil Nadu: Team India and Team England arrive in Chennai, ahead of the second T20 match of the 5-match series.
— ANI (@ANI) January 23, 2025
Team India is leading the series 1-0. The second match will be played at M.A. Chidambaram Stadium on 25th January. pic.twitter.com/VS7Oif7XgD
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us