দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করলো ভারতীয় ক্রিকেট টিম ! দেখে নিন কারা থাকছে দলে

কারা থাকবেন এই টিমে ?

author-image
Debjit Biswas
New Update
Subhman gill

নিজস্ব সংবাদদাতা : অপেক্ষার অবসান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করল পুরুষদের সিনিয়র সিলেকশন কমিটি। দলের অধিনায়ক হিসেবে থাকছেন শুভমন গিল। অন্যদিকে, চোট সারিয়ে ফিরে আসা উইকেটকিপার ঋষভ পন্থকে (Rishabh Pant) সহ-অধিনায়কের (VC) দায়িত্ব দেওয়া হয়েছে।

subhman.jpg

দেখে নিন করা থাকছে এই দলে :-

অধিনায়ক (C) :     শুভমান গিল (Shubman Gill)

সহ-অধিনায়ক (VC) ও উইকেটকিপার (WK) :    ঋষভ পন্থ (Rishabh Pant)

বিশেষজ্ঞ ব্যাটার/ওপেনার :    যশস্ব জয়সওয়াল (Yashasvi Jaiswal), কেএল রাহুল (KL Rahul), সাই সুদর্শন (Sai Sudharsan), দেবদত্ত পাডিক্কাল (Devdutt Padikkal)

উইকেটকিপার :    ধ্রুব জুরেল (Dhruv Jurel)

অলরাউন্ডার :    রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), অক্ষর প্যাটেল (Axar Patel), নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)

বোলার :    জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মহম্মদ সিরাজ (Mohammed Siraj), কুলদীপ যাদব (Kuldeep Yadav), আকাশ দীপ (Akash Deep)