IPL : গুজরাটকে হারিয়ে জয়ের সরণীতে বজায় থাকতে পারবে লখনউ?

রাজস্থান রয়্যালসকে (RR) ১০ রানে হারানোর পর IPL-এর পরবর্তী ম্যাচে লখনউ সুপার জায়ান্টস (LSG) ইকানা ক্রিকেট স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের (GT) মুখোমুখি হবে।

author-image
Pritam Santra
New Update
ipl

নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থান রয়্যালসকে (RR) ১০ রানে হারানোর পর IPL-এর পরবর্তী ম্যাচে লখনউ সুপার জায়ান্টস (LSG) ইকানা ক্রিকেট স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের (GT) মুখোমুখি হবে। এলএসজি ব্যাক টু ব্যাক জয়ের দিকে তাকিয়ে আছে। অন্যদিকে গুজরাট রাজস্থান রয়্যালসের কাছে পরাজয়ের পরে জয়ের পথে ফিরতে মরীয়া থাকবে। এলএসজি তাদের আফগান পেসার নবীন উল হককে আক্রমণে নিয়ে এসে চমক দিয়েছিল। আইপিএলের অভিষেক ম্যাচে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন তিনি।