আবার হেরে গেল KKR

কিছুতেই যেন খারাপ সময় কাটছে না কলকাতা নাইট রাইডার্সের (KKR)। জয়ের খরা কাটিয়ে উঠতে না উঠতেই ফের পরাজয়। এবার ঘরের মাঠে গুজরাট টাইটন্সের বিরুদ্ধে

author-image
Pritam Santra
আপডেট করা হয়েছে
New Update
kkr vs gt

নিজস্ব সংবাদদাতাঃ কিছুতেই যেন খারাপ সময় কাটছে না কলকাতা নাইট রাইডার্সের (KKR)। জয়ের খরা কাটিয়ে উঠতে না উঠতেই ফের পরাজয়। এবার ঘরের মাঠে গুজরাট টাইটন্সের বিরুদ্ধে। প্রথমে ব্যাট করে ১৭৯ রান করেছিল কলকাতা নাইট রাইডার্স। স্কোরবোর্ডে লড়াকু রান করলেও নিজেদের দুর্গ অক্ষত রাখতে পারেনি নাইটরা। মাত্র তিন উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় গুজরাট। বিজয় শংকর এবং শুভমন গিল করেছেন যথাক্রমে অপরাজিত ৫১ রান এবং ৪৯ রান।