ফুটবল: বড় খবর

লা লিগা-২ এর ম্যাচে জয় পেয়েছে আলেভস। উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল এটি।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
k

নিজস্ব সংবাদদাতা: লা লিগা-২ এর ম্যাচে আজ মুখোমুখি ফুটবল যুদ্ধে মাঠে নামে আলেভস এবং ইবার। ম্যাচটি দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে প্রথম থেকেই। তবে ম্যাচটিতে জয় পেয়েছে আলেভস। আলেভস ম্যাচটিতে ২ টি গোল করেছে। অপরদিকে ম্যাচটিতে একটিও গোল করতে পারেনি ইবার। ম্যাচ শুরু হতেই আলেভসের হয়ে ম্যাচের প্রথম গোলটি করেন আবদে রেবাচ। আর ম্যাচের শেষের ঠিক পূর্বে আলেভসের হয়ে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন আসিয়ার ভিলালিব্রে।