মঙ্গলবার ক্রিকেটে যাত্রা শুরু ভারতের ছেলেদের
মঙ্গলবার ক্রিকেটে যাত্রা শুরু ভারতের ছেলেদের। মেয়েদের মতোই ছেলেরাও সরাসরি কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে। হরমনপ্রীতদের মতো রুতুরাজরাও টুর্নামেন্টের শীর্ষবাছাই দল।
মঙ্গলবার ক্রিকেটে যাত্রা শুরু ভারতের ছেলেদের। মেয়েদের মতোই ছেলেরাও সরাসরি কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে। হরমনপ্রীতদের মতো রুতুরাজরাও টুর্নামেন্টের শীর্ষবাছাই দল।
৩ অক্টোবর, মঙ্গলবার ভারত টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে নেপালের বিরুদ্ধে। এই ম্যাচটি খেলা হবে চিনের ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ টেকনলজি ক্রিকেট ফিল্ডে।
এশিয়ান গেমসের খেলাগুলি ভারতে সরাসরি সম্প্রচারিত হচ্ছে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। ভারত বনাম নেপাল ম্যাচটি টেলিভিশনের পর্দায় দেখা যাবে সোনি টেন-২ এসডি ও এইচডি এবং সোনি টেন-৩ এসডি ও এইচডি (হিন্দিতে) চ্যানেলে।