Pritam Santra
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/s1WSZR1VzxgwkeC7Ti7z.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবারের ইন্ডিয়ান সুপার লীগে (IPL) প্রত্যাশিত ফর্মের ধারেকাছে নেই দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে থেকে একের পর এক সমস্যায় পড়েছিল দিল্লি। স্কোয়াডে একাধিক তারকা থাকলেও ফর্মে নেই কেউ সেই অর্থে। জানা যাচ্ছে ব্যক্তিগত কারণে আপাতত দিল্লি ক্যাপিটালস শিবিরের সঙ্গে নেই এনরিচ নর্টজে (Anrich Nortje)। আরসিবির (RCB) বিপক্ষে ম্যাচে তিনি নাও খেলতে পারেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us