New Update
/anm-bengali/media/media_files/DJD9JZLOKThITetd6S1F.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এআইএফএফ (AIFF)-এর অপেশাদারিত্বের আরও একটি উদাহরণ। জানা গিয়েছে, সুপার কাপে (Super Cup) অংশ নেওয়া আই লিগের (I League) একটি ক্লাবের ফুটবলারদের এমন একটি হোটেলে রাখা হয়েছে যার ছাদ নাকি ভাঙা। দলের পক্ষ থেকে অসন্তুষ্টি প্রকাশ করা হয়েছে। যদিও ফেডারেশনের কাছে ক্লাবের পক্ষ থেকে এ ব্যাপারে লিখিত অভিযোগ জানানো হয়নি বলেই মনে করা হচ্ছে। আশা করা হচ্ছে আগামী দিনে অন্য কোনো হোটেলে পাঠানো হবে খেলোয়াড়দের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us