/anm-bengali/media/media_files/2025/07/15/screenshot-2025-07-15-93-pm-2025-07-15-21-29-55.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টে মাত্র ২৭ রানে গুটিয়ে গিয়ে ক্রিকেটবিশ্বে চরম হতাশা ও সমালোচনার মুখে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। এমন বিপর্যয়ের পরপরই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (CWI)-এর প্রেসিডেন্ট কিশোর শ্যালো মঙ্গলবার ঘোষণা করেছেন, দলের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে অতীতের কিংবদন্তিদের সঙ্গে তিনি এক জরুরি বৈঠকের উদ্যোগ নিয়েছেন।
কিশোর শ্যালো স্পষ্টভাবে বলেন, এই হার কেবল একটি ম্যাচ হার নয়, এটি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের আত্মপরিচয়ের ওপর আঘাত। খেলোয়াড়দের পারফরম্যান্সে যে ঘাটতি দেখা গেছে, তা যেন একটি বৃহত্তর সমস্যারই প্রতিচ্ছবি। তিনি বলেন, "আমি বোর্ডের পক্ষ থেকে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন সফল খেলোয়াড়দের সঙ্গে বসে এই সংকটের গভীরে যেতে চাই।"
বোর্ড সূত্রে জানা গেছে, এই জরুরি বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে ব্রায়ান লারা, ক্লাইভ লয়েড, কার্টলি অ্যামব্রোস, মাইকেল হোল্ডিংসহ একাধিক অভিজ্ঞ ও প্রভাবশালী প্রাক্তন ক্রিকেটারকে, যারা দেশের ক্রিকেটের গৌরবময় অধ্যায়ের অংশ ছিলেন। তাদের অভিজ্ঞতা ও পরামর্শ থেকেই খোঁজা হবে পুনরুত্থানের পথ।
উল্লেখ্য, চলমান টেস্ট সিরিজে তৃতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭ রানে অলআউট হয়ে যায়, যা দলটির টেস্ট ইতিহাসে সর্বনিম্ন ইনিংস স্কোর। বিশ্ব ক্রিকেটে এটিই অন্যতম নীচতম দলগত ইনিংস। ম্যাচটি অস্ট্রেলিয়া ইনিংস ও ২০২ রানে জিতে নেয়।
/anm-bengali/media/post_attachments/b8549533-a02.png)
এই চরম ব্যর্থতার পর দেশজুড়ে ক্রিকেটপ্রেমীরা ক্ষোভ প্রকাশ করছেন দলের নির্বাচন প্রক্রিয়া, প্রস্তুতি এবং বোর্ডের সামগ্রিক নীতির বিরুদ্ধে। সাবেক ক্রিকেটাররাও একে একে মুখ খুলতে শুরু করেছেন, অনেকে মনে করছেন—দলের কাঠামোয়, ঘরোয়া ক্রিকেট ব্যবস্থায় এবং মানসিক ও শারীরিক প্রশিক্ষণে বড়সড় সংস্কার প্রয়োজন।
কিশোর শ্যালো সেই সুরেই বলেন, "দলের এই ব্যর্থতার জন্য কেবল খেলোয়াড়দের নয়, গোটা ব্যবস্থারই দায় আছে। আমাদের অতীত গৌরব ফিরিয়ে আনতে হলে, প্রথমে স্বীকার করতে হবে আমরা কোথায় পিছিয়ে পড়েছি। এই বৈঠক থেকেই শুরু হবে নতুন পথচলা।"
বোর্ড সূত্রে আরও জানা গেছে, সভায় ঘরোয়া ক্রিকেটে প্রতিভা অন্বেষণ, তরুণ খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা বৃদ্ধি এবং আধুনিক প্রশিক্ষণ পদ্ধতির প্রসার নিয়ে বিশদ আলোচনা হবে। পাশাপাশি জাতীয় দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও আলোচনা হতে পারে।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বর্তমানে এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। যেই অঞ্চল একসময় বিশ্ব ক্রিকেট শাসন করত, সেই জায়গা থেকে এভাবে তলানিতে নেমে যাওয়া কেবল খেলার বিষয় নয়—এটি এক সাংস্কৃতিক ও গৌরবময় পরিচয়ের সংকটও। প্রেসিডেন্ট শ্যালোর এই উদ্যোগে নতুন আশার আলো দেখছেন অনেকে, যদিও বাস্তব পরিবর্তনের জন্য দরকার সময় ও কার্যকর পদক্ষেপ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us