/anm-bengali/media/media_files/XlYDQDYW421orKTT2TMc.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় কেন্দ্রের অবস্থান স্পষ্ট করলেন পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি ও সাংসদ সামিক ভট্টাচার্য। সংসদ চত্বরে তিনি বলেন, “প্রথম দিন থেকেই আমরা লোকসভা ও রাজ্যসভায় বলেছি—এই বিষয় নিয়ে আলোচনা করতে আমরা প্রস্তুত। এটি জাতীয় গৌরবের প্রশ্ন।”
/anm-bengali/media/post_attachments/3c373c78-2b7.png)
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অপারেশন সিঁদুর শেষ হয়ে যায়নি, এটি কেবলমাত্র একটি বিরতি। সীমান্তের ওপার থেকে হোক বা দেশের ভিতর থেকে—যে কোনও ধরনের সন্ত্রাসবাদই যুদ্ধের সমান, এবং তার জবাব আমরা উপযুক্ত ভাবেই দেব।" সাংসদের এই বক্তব্যে স্পষ্ট, সরকার সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান থেকে এক চুলও সরে আসবে না।
#WATCH | Delhi | West Bengal BJP President and BJP MP Samik Bhattacharya says, "..On the very first day, whether it was the Lok Sabha or the Rajya Sabha, we said that we are ready for a discussion on Operation Sindoor. This is a matter of the nation's pride...The Prime Minister… pic.twitter.com/KkwIjmMAf5
— ANI (@ANI) July 28, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us