New Update
/anm-bengali/media/media_files/2025/09/20/whatsapp-image-2025-09-20-at-2025-09-20-19-53-22.jpeg)
DOMKAL
নিজস্ব সংবাদদাতা : ডোমকলে আগ্নেয়াস্ত্র এবং গুলি সমেত গ্রেপ্তার করা হল এক যুবককে। গতকাল রাতে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালিয়ে ডোমকলে আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করে পুলিশ। এসআই (SI) সুরাজ সরকার ও তার টিম সাহাজিপাড়া গ্রামের বাসিন্দা বাপন শাহের বাড়িতে হানা দিয়ে, একটি লোহার তৈরি দেশি পিস্তল ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/20/Y8NORPSAAZeD2UotbjVm.jpg)
ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয় বাপন শাহকে। তার বিরুদ্ধে ARMS ACT অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ আদালতে তোলা হবে বলে জানা গেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us