New Update
/anm-bengali/media/media_files/5QYeEllq85TinDrAn1Md.jpg)
নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ জানা গিয়েছে, শনিবার অর্থাৎ আজ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক এবং শ্যামচক রেলস্টেশনের মাঝে ফলকনামা এক্সপ্রেস থেকে হঠাৎ এক যুবক পড়ে গিয়ে গুরুতর জখম হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় কয়েকজন গিয়ে তাকে উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। সূত্রে খবর, আহত যুবকের বাড়ি ঝাড়খণ্ডে। ইতিমধ্যেই যুবকের বাড়িতে খবর পাঠানো হয়েছে।হাওড়া থেকে ঝাড়খণ্ড যাবে বলে ফলকানাম এক্সপ্রেসে উঠেছিল ওই যুবক। অল্পের জন্য রক্ষা পেল যুবক।
/anm-bengali/media/media_files/Tn3z2Dh3eNCC1o2Ek9o9.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us